‘মা’ ডেকে ভুল হয়েছে, ক্ষমা করেন ‘আপু’ : রোশান
ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়ক জিয়াউল রোশান। সম্প্রতি মায়ের বয়সী একজন অভিনেত্রীকে ‘মা’ সম্বোধন করে ডেকেছিলেন তিনি। কিন্তু নায়কের মুখে ‘মা’ ডাক শুনে সেই অভিনেত্রীর চোখে-মুখে অন্ধকার নেমে আসে। তার এমন অবস্থা দেখে রোশান তাকে ‘আপু’ সম্বোধন করে ডেকে সেখান থেকে চলে যান।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোশান হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সবাই মা হতে চান না!
নায়কের ভাষ্য, আমার ধারণা পাল্টে গেছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন।
তিনি জানান, আমি বরাবরই সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের অনেক সম্মান করি। তাদেরকে স্যার, মেডাম অথবা মা-বাবা বলে সম্বোধন করি। সিনিয়রদের অধিকাংশরাই যেহেতু আমাদের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেন, তাই আমরা তাদের মা-বাবা বলে ডাকলে খুব খুশি হন। যেটা আমারও ভালো লাগে।
রোশান যোগ করেন, এবার একটি বিরল সমস্যায় পড়ে গিয়েছিলাম। মায়ের বয়সী এক অভিনেত্রীকে ভালোবেসে ‘মা’ বলে ডেকেছিলাম। কারণ, আমার মা থেকে তিনি বয়সে ছোট হবেন না। তৎক্ষণাৎ আমি বুঝতে পারলাম, এই ‘মা’ শব্দটি তার চেহারাকে কালো মেঘ বানিয়ে দিয়েছে। ‘মা’ শব্দটি যে মোটেও পছন্দ হয়নি, সেটি তার এক্সপ্রেশনে বুঝতে আমার একটুও কষ্ট হয়নি। আমি তাকে ‘আপু’ বলে দ্রুত জায়গা ত্যাগ করেছিলাম। অবশ্যই সম্মানের সঙ্গে।
মন্তব্য করুন