ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

‘এখন সিঙ্গেল, তবে শিগগিরই বিয়ে’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৪২ এএম


loading/img

টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। প্রায় ছয় বছর পর আবারও ফিরেছেন অভিনয়ে। মাঝের সময়টা পড়াশোনা এবং চাকরিতেই সময় দিয়েছেন এই অভিনেত্রী। তবে বর্তমানে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।  

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ এবং ব্যক্তিগত নানান বিষয়ে কথা বলেন লারা। সেইসঙ্গে খুব শিগগিরই নিজের বিয়ের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। 

লারা বলেন, বর্তমানে আমার জীবনে কোনো প্রেম-ভালোবাসা নেই। এখন আমি সিঙ্গেল, তবে বিয়ে শিগগিরই হয়ে যাবে। আর বাবা-মায়ের পছন্দেই বিয়ে করব আমি। করোনার সময় পরিবার থেকে বিয়ের কথা বলা হয়েছিল আমাকে। তখন খেয়াল করলাম যে, অনেক  ছেলেরাই আমাকে দেখে বিয়ের জন্য পছন্দ করে বসে আছেন। আমি এখন বিয়ের জন্য মনস্থির করেছি, আর সবাইকে জানিয়েই করব।         

বিজ্ঞাপন

হঠাৎ অভিনয় থেকে বিরতি নেওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, আমার বাবা একটু রাগী। তিনি একদিন বললেন, আগে ঠিকমতো পড়াশোনা করো। কারণ মূর্খ হয়ে থাকলে জীবনে ভালো কিছুই করতে পারবে না। আর তখন জীবনটাও সুন্দর হবে না। আমার বাবা সবসময় যুক্তি দিয়ে কথা বলেন। তাই সে সময় অভিনয়টা ছেড়েই দিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি। পরে শিক্ষকতায় যোগ দিই। প্রায় সাড়ে পাঁচ বছর অভিনয় ও মডেলিং থেকে দূরে ছিলাম আমি।              

তবে অভিনয়ের প্রতি মন থেকে সবসময় ভালোবাসা ছিল বলে জানান লারা। তিনি বলেন, অভিনয়কে অনেক মিস করতাম, মনে হতো কিছু একটা নেই আমার জীবনে। এ জন্য মাঝে মাঝে হতাশও লাগত। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম আপাতত ফ্যাশন নিয়ে কোনো কাজ করব না। অভিনয়ই করতে হবে আমাকে। অভিনয়ে ফিরে এখন মানসিক শান্তি পাচ্ছি। অভিনয়কে প্রায়ই বলি, অনেক ভালোবাসি আর কখনোই গুডবাই বলব না।    

প্রসঙ্গত, বর্তমানে একক নাটক, ঝড়ের পাখি, রোমান্টিক বাড়িওয়ালাসহ কয়েকটি ধারাবাহিকেও কাজ করছেন লারা লোটাস। সেইসঙ্গে মূলধারার একটি ছবির শুটিং শেষ করেছেন এবং একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করছেন লারা।         
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |