ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিজিবির মেজর হলেন নায়ক ইমন!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:২৩ পিএম


loading/img

ঢাকাই সিনেমার সুদর্শন নায়ক ইমন। প্রতিনিয়ত নতুন চরিত্রে পর্দায় হাজির হয়ে চমক দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মেজর জায়েদ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ শিরোনামের সিনেমাটিতে ইমনের সঙ্গী হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

বিজ্ঞাপন

নতুন সিনেমাটি প্রসঙ্গে ইমন গণমাধ্যমকে জানান, এখন যেসব চরিত্রে অভিনয় করছি, সবই নতুন। যেহেতু অভিযানের সিনেমা, এই চরিত্র ও জার্নি উপভোগ করছি। এটি আমার প্রথম সরকারি অনুদানের সিনেমা। কাজটি আমার জন্য খুবই স্পেশাল।

লুবনা শারমিনের পরিচালনায় গত বছরের অক্টোবরে সিনেমাটির দৃশ্য শুরু হয়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমায় ইমন-মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তির মিছিলে নাম লেখাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |