ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

স্বামীর বিষয়ে যা জানালেন মিম (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:০২ পিএম


loading/img

গোপনে ছয় বছর প্রেম, তারপর বিয়ে। ইতোমধ্যে কেটে গেছে এক বছর। এখনও একে অপরের প্রতি প্রেম, মুগ্ধতা একই আছে। বলছি, বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দারের কথা।

বিজ্ঞাপন

ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর প্রতি মুগ্ধতার কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মিম। সেখানে তিনি বলেন, ‘সনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। আমি সবসময় চাইতাম, আমার স্বামী বাবার মতোই হবে। ছোটবেলা থেকে বাবাকে যেমন দেখে এসেছি, ঠিক তেমন। আমি আমার বাবার মধ্যে যেসব গুণগুলো দেখি, প্রত্যেকটা জিনিসই সনির মধ্যে দেখেছি। কেয়ারিং, রেসপেক্ট- সবকিছু।’

বিজ্ঞাপন

নায়িকা যোগ করেন, ‘সনি আমার খুব ভালো বন্ধু। আমি তার সঙ্গে সব শেয়ার করি, সেও আমার সঙ্গে শেয়ার করে। যে কারণে আমাদের মধ্যে জাজমেন্টের কোনো বিষয় থাকে না।’

অন্যদিকে মিম প্রসঙ্গে তার স্বামীর ভাষ্য, ‘মিম একজন স্টার। কিন্তু সে খুবই সাধারণ একজন মানুষ। প্রথম যেদিন মিমের সঙ্গে কথা বলি, সেদিন মনে হয়েছিলো ফেইক মানুষের সঙ্গে কথা বলছি। কারণ এত সাধারণ, সবকিছু শেয়ার করছে। ও (মিম) ক্যামেরার সামনে একরকম, সামনাসামনি অন্যরকম। ও আমার জন্য একদম পারফেক্ট।’

প্রসঙ্গত, মিম-সনির রোমান্টিক মুহূর্তের নানান স্থিরচিত্র প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। সম্প্রতি দুবাইতে অবকাশ যাপনে গিয়েছিলেন তারা। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন মিম। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষেও ছবির আয়োজনের কমতি ছিল না তাদের।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |