• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘পুষ্পা ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে দেখা গিয়েছিল। তিনি ও আন্তাভা নামের একটি আইটেম গানে ওই সিনেমায় নেচেছিলেন। পর্দায় মাত্র কয়েক মিনিট নেচেই ঝড় তুলেছিলেন ভক্তদের মনে। সবাই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-তে সামান্থাকে দেখার জন্য। কিন্তু ভক্তদের সেই আশা ফিকে করে দিয়েছেন তিনি। ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে তিনি আর নাচবেন না।

মূলত, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে জনপ্রিয়তার পাশাপাশি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য আবেগাপ্লুত সামান্থা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি আর কোনো আইটেম গানে নাচবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে গেল বছরের ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’–এর শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা অন্যতম ভারতীয় ছবি। ছবি ব্যবসাসফল হওয়ায় পরিচালক পুষ্পার সিকুয়েল বের করার চিন্তা করেন। আর তাতে সামান্তাকে একটি গানে নাচার পাশাপাশি কিছু সিনে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু সামান্তা না করে দিয়েছেন। তবে সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পাবে।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, পাথর নিক্ষেপ!
‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল গ্যাংস্টার
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
মহাবিপদে আল্লু অর্জুন