ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

না ফেরার দেশে সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:০৯ পিএম


loading/img

মারা গেছেন সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করেন তিনি।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) একটি ‍অনুষ্ঠানে হাজির হন বর্ষীয়ান এই অভিনেতা। সেখান হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

পরে দ্রুত তাকে কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।     

বিজ্ঞাপন

জানা গেছে, যে ব্যক্তিরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা চিকিৎসকদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান তিনি। মাস কয়েক আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের।   

প্রসঙ্গত, ‘সিন্দবাদ দ্য সেইলর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাহনেওয়াজ। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। এক সময় বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন।       

খবর : টাইমস অব ইন্ডিয়া
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |