ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তরুণ শিল্পীদের কণ্ঠে আসছেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৫৮ এএম


loading/img

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার। গানের পাশাপাশি একাধারে পরিচালক, প্রযোজক হিসেবেও খ্যাতি অর্জন করেন। তবে গত বছরের (৪ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান।

বিজ্ঞাপন

তবে তার অগণিত ভক্তদের জন্য সুখবর। নিজের লেখা গানের মাধ্যমেই ফিরছেন তিনি। ২২ ফেব্রুয়ারি কিংবদন্তির জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষেই বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম গান উন্মুক্ত করা হবে অন্তর্জালে।

মূলত ‘আইপিডিসি আমাদের গান’ শিরোনামে একটি ফিউশনধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এদিন থেকেই নতুন সিজনের প্রচার শুরু হবে। যেখানে থাকছে গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গানগুলো।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘এবারের অনুষ্ঠানে মোট আটটি গান প্রকাশ হবে। আর এই গানগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। গান প্রকাশের পাশাপাশি একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বাসায়।’

এ প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘ওরা (আইপিডিসি) এতদিন ফোক গান নিয়ে কাজ করেছে। এবার আব্বুর গানের ওপর করছে সিজনটি। আটটি গানকে এই প্রজন্মের শিল্পীদের দিয়ে নতুন সংগীতায়োজন গাওয়ানো হয়েছে। ওদের মূল নাম ‘আইপিডিডিসি আমাদের গান’। সেই সঙ্গে থাকবে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’। 

তিনি আরও জানান, ‘সবগুলো গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ইতোমধ্যে এফডিসিতে, আকর্ষণীয় সেটে এগুলোর ভিডিও ধারণ করা হয়েছে। আর গানগুলো গেয়েছেন, নন্দিতা, প্রিয়াঙ্কা বিশ্বাস, ইউসুফ, মেজবাহসহ এ প্রজন্মের অনেকে। তাদের সঙ্গে আমিও রয়েছি।’  

বিজ্ঞাপন

প্রথম গান হিসেবে প্রকাশ হবে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। এটিই গাজী মাজহারুল আনোয়ারের লেখা প্রথম প্লেব্যাক। যার মাধ্যমে ঢাকাই সিনেমায় গীতিকবি হিসেবে অভিষেক হয়েছিলো তার। গানটি নতুনভাবে গেয়েছেন প্রিয়াঙ্কা ও মেজবাহ। এছাড়া উক্ত দিনে প্রথম গান প্রকাশের পর প্রতি মাসে একটি করে গান প্রকাশ্যে আসবে।

প্রসঙ্গত, ২০ হাজারের অধিক গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |