ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিয়ের গুঞ্জনে যা বললেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ০৫:৪০ পিএম


loading/img

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যু ও ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা। সম্প্রতি এই অভিনেতার বিয়ের গুঞ্জনে মুখরিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। আর এ বিষয়ে কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, ‘মাঝে মাঝে আমার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকে মনে করেন,আমি বিয়ে করেছি বা আমি নতুন লাইফ শুরু করেছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই,আমার নতুন জীবন মানে আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আরশ হোসাইন কে নিয়ে থাকতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘আমাদের দেশে সিঙ্গেল মাদার শব্দটা ব্যবহার হয় কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটা ব্যবহার হয় না। আমি আসলে এই শব্দ টা ব্যবহার করতে চাচ্ছি আরশ হোসাইন এর জন্য।আপনাদের মতামত কি? সবাই আমার এবং আমার সন্তান আরশ হোসাইন এর জন্য দোয়া করবেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন। আমীন।’

প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ভালোবেসে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৫ জুন তাদের ঘরে জন্ম হয় পুত্র সন্তানের। ভালোবাসার সংসার খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |