ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দুর্নীতির মামলায় বনিকে ইডির জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ , ০২:৪২ পিএম


loading/img

টালিউডের এ প্রজন্মের অভিনেতা বনি সেনগুপ্তকে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মার্চ) কলকাতার আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু’দফায় দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে ইডি। 

এর আগে একটি নোটিশ পাঠিয়ে শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার মধ্যে বনিকে দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয় ইডি। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার সকালে ইডির আঞ্চলিক দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।  

বিজ্ঞাপন

জানা গেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব কমিটির সদস্য কুন্তল ঘোষ গ্রেপ্তার হন। তার সঙ্গে অভিনেতা বনির আর্থিক লেনদেন-সংক্রান্ত তথ্য পায় ইডি। 

সংস্থাটি জানায়, কুন্তলের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ট্রান্সফার করা হয় বনির ব্যাংক অ্যাকাউন্টে। সেই তথ্যকে সামনে রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয় এই অভিনেতাকে। প্রথম দফায় প্রায় চার ঘণ্টা এবং দ্বিতীয় দফায় বিকেল ৪টা পর্যন্ত বনিকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তারা।

এই প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেতা বলেন,  ২০১৭ সালে কুন্তলের সঙ্গে আমার পরিচয় হয়। আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কুন্তলের সঙ্গে একটি গাড়ি কেনাবেচা নিয়ে লেনদেন হয় আমার। তার কাছ থেকে নেওয়া আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ রুপি দিয়ে আমি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলাম। যদিও পাঁচ বছর পরই ওই গাড়িটি বিক্রি করে দেন বলে জানিয়েছেন বনি।

বিজ্ঞাপন

বনি বলেন, সেই সময় গাড়ির শোরুমেই কুন্তলের সঙ্গে পেমেন্ট হয়, যেহেতু গাড়িটা আমার নামে তাই আমাকে ডাকা হয়েছে।

টালিউড এ অভিনেতা আরও বলেন, কুন্তল নগদে ওই অর্থ পেমেন্ট করতে চেয়েছিলেন আমাকে। কিন্তু আমি রাজি না হয়ে, তাকে বলেছিলাম গাড়ি নির্মাতা সংস্থার অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দিতে। সে সময় কুন্তলের এই কার্যক্রমের বিষয়ে আমি কিছুই জানতাম না। জানলে নিশ্চয়ই কুন্তলের কাছ থেকে ওই অর্থ নিতাম না আমি। তবে এই তদন্তে সহায়তা করবেন বলেও জানিয়েছেন বনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |