• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

খুন নাকি স্বাভাবিক মৃত্যু : এবার মুখ খুললেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২৩, ১৬:১৬
খুন নাকি স্বাভাবিক মৃত্যু : এবার মুখ খুললেন তার স্ত্রী

বলিউডের সদ্য প্রয়াত নির্মাতা ও অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভি মালু। তার স্বামী অভিনেতাকে খুন করেছেন বলে দাবি করেছেন তিনি।

সানভি বলেন, আমার স্বামী বিকাশ বিষ দিয়ে থাকতে পারেন সতীশকে। আর সেই বিষক্রিয়ার জেরেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

এমনকি এ বিষয়ে একটি চিঠিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন সানভি। তিনি ওই চিঠিতে জানান, সতীশ ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন বিকাশ মালুকে। সেই টাকা ফেরত চেয়ে তার স্বামীর সঙ্গে একবার বিদেশে গিয়ে দেখাও করেন তিনি। সে সময় টাকা ফেরত দেওয়া নিয়ে দু’জনের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ীর স্ত্রী।

তবে খুন নাকি স্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনীভূত হচ্ছিল ধীরে ধীরে। যদিও ময়নাতদন্তে খুনের কোনো আলামত মেলেনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শশী বিকাশের স্ত্রীর যাবতীয় দাবি খারিজ করে দেন। তিনি জানান, তার স্বামী কাউকে ১৫ কোটি টাকা ধার দেননি। তার কথায়, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওই মহিলা।’

তার সংযোজন, ‘আমার স্বামী কারও সঙ্গে কোনো বিবাদে জড়াননি। উনি একেবারে ভুয়া দাবি করছেন। সতীশজির ময়নাতদন্ত রিপোর্ট মোতাবেক ওর হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল।’

শশী আরও বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন তিনি তো স্বামীর সঙ্গে থাকেন না। বিচ্ছেদ হয়ে গেছে। আমার মতে, হয় উনি লাইমলাইটে এসে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। নয়তো স্বামীকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন।’

সতীশ কৌশিকের স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাকে না জিজ্ঞেস করে স্বামী কাউকে এত টাকা ধার দিতে পারেন না। বিকাশের প্রাক্তন স্ত্রীর অভিযোগে তিনি ব্যথিত সেই কথাও জানান তিনি। শশীর কথায়, ‘সতীশজির মৃত্যুর কারণ নিয়ে আমাকে বিবৃতি দিতে হচ্ছে! এটা সত্যিই কষ্টকর।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সতীশ কৌশিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এই বলি অভিনেতা ও নির্মাতার মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গায়কের মৃত্যুর পর ভাইরাল ১৪ বছর আগের টুইট
নসিমনের চাপায় গৃহবধূ নিহত
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক