দেশের পপ সংগীতের কিংবদন্তি তারকা ফেরদৌস ওয়াহিদ। সাদাসিদে জীপনযাপনই পছন্দ তার। আর তাই শহুরে জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন তিনি।
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘ছোটবেলা থেকেই প্রকৃতি আমাকে টানে। সে কারণেই শহর ছেড়ে গ্রাম বসবাস করছি।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘পৈতৃক জমি দেখাশোনা করছি। বই পড়ছি। কৃষিকাজ ও মৎস্য চাষেও সময় দিচ্ছি। দুই দিন নৌকায় ও পাঁচ দিন ডাঙায় ঘুমাই। বেশ সময় কাটছে।’
এদিকে খুব শিগগির ‘দুধর্ষ অভিযান’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।