ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ১২:৩৭ পিএম


loading/img

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। নিয়মিতই ছোট পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে। ইতোমধ্যে সাবলীল অভিনয় ও বাচনভঙ্গি দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়। আসন্ন ঈদুল ফিতরে নতুন নাটক নিয়ে পর্দায় হাজির হবেন তিশা।

বিজ্ঞাপন

ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘দোয়া’।  রচনা করেছেন দয়াল সাহা এবং নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি নির্মিত হয়েছে নাটকটি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন তিশা।

বিজ্ঞাপন

এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দোয়া’ নিয়ে অনেক প্রত্যাশা আমার। এতে পর্দায় আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন ফারহান। আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা নাটকটি দেখার পর দর্শকরা বলতে পারবেন। তবে আশা করছি গল্পটি ভালো লাগবে তাদের।   

প্রসঙ্গত, বর্তমানে তানজিন তিশা অভিনীত ও  তারেক রেজা রহমান সরকারের নির্মিত ‘একটি নীল রঙের শার্ট’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া শেখ সেলিমের পরিচালনায় আরও একটি নাটকের শেষ করেছেন বলে জানান তিশা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |