ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইদানীং নাটকে গল্প নয়, অশালীন সংলাপ থাকে : ডিপজল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ০৮:৪৫ পিএম


loading/img

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। এবার নতুন এক্সপেরিমেন্ট শুরু করেছেন তিনি।

বিজ্ঞাপন

ডিপজল জানিয়েছেন, তার ডিপজল ফিল্মস থেকে একের পর এক ধারাবাহিক ও একক নাটক নির্মিত হবে। প্রাথমিকভাবে তিনটি ধারাবাহিকের নির্মাণকাজ শুরু হয়েছে।

অভিনেতার ভাষ্য, আমি সিনেমার মানুষ। সিনেমা যেমন বিনোদনের বড় মাধ্যম, তেমনি শিক্ষারও মাধ্যম। নাটকের বিষয়টিও তেমন। উভয় মাধ্যমই মানুষকে আনন্দ দেয়। চিন্তা করে দেখলাম, ইদানীং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত নাটকের মান খুব খারাপ হয়ে গেছে। গল্প থাকে না, অশালীন সংলাপ থাকে। তাই চিন্তা করেছি, সুষ্ঠু ধারার বিনোদনমূলক নাটক নির্মাণ করে দর্শকদের উপহার দেব। এ চিন্তা থেকেই নাটক নির্মাণ করছি।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, এটি আমার জন্য একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তবে আমি বড় পর্দার মানুষ, বড় পর্দাই আমার কাছে সবার আগে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ মার্চ) থেকে ডিপজলের সাভারের শুটিং হাউজে শুরু হয়েছে প্রথম ধারাবাহিক ‘গাধার পাল’-এর দৃশ্যধারণ। লিটন খন্দকারের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবিদ রেহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, বড়দা মিঠু, তারেক স্বপন, নূরে আলম নয়ন, আবিদ রেহান, পারভেজ সুমন, সূচনা শিকদার, সিলভী, জুয়েল প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |