মুম্বাইয়ের তাজমহল হোটেলের সামনে বসেছিল ইউরোপের জনপ্রিয় সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ফ্যাশন শোয়ের জমকালো আসর। আর সেই র্যাম্পে একমাত্র বাঙালি হিসাবে হেঁটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন যিশু সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্ত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউরোপের বিলাসবহুল এই ফ্যাশন সংস্থার মডেল হয়ে র্যাম্পে হেঁটেছেন সারা। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের বাছাই করা ১০০ মডেলের মধ্যে উঠে এসেছে তার নাম।
সুখবরটি প্রথম শেয়ার করেছেন খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। ২০১৮ সালে তার পরিচালিত ‘উমা’ সিনেমায় অভিনয় করা ছোট্ট মেয়েটি এত বড় হয়ে গেছে, সেটা ভাবতেই অবাক হয়ে যাচ্ছেন তিনি।
সারাকে নিয়ে গর্বিত হয়ে নিজের ফেসবুক আইডিতে নির্মাতা লিখেছেন, আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওরের মডেল হিসাবে মনোনীত হয়েছে সে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। বেশ আত্মবিশ্বাস নিয়েই র্যাম্পে হেঁটেছে সারা। সবটাই সে করেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!
ওই পোস্টটি করা মাত্রই সারাকে অভিনন্দন জানিয়েছেন টলিউডের তারকারা। এমনকি মন্তব্য করেছেন সারার মা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তও। সৃজিতকে ট্যাগ করে তিনি লেখেন, প্রশিক্ষণ শুরু হয়েছিল ‘উমা’ থেকেই।
এদিন ফ্যাশন শোয়ে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু তারকা। বলিউডের রেখা থেকে শুরু করে সোনম কপুর, আনুশকা শর্মা, অনন্যা পণ্ডে, ক্রিকেটার বিরাট কোহলি। এমনকি আম্বানীরাও ছিলেন ওই অনুষ্ঠানে। এ ছাড়া আরও আমন্ত্রিত ছিলেন বিশ্বের শীর্ষ সুপার মডেল বেলা হাদিদ ও জিজি হাদিদও।