ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঈদে নাট্যকার আহসান আলমগীরের একাধিক নাটক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ , ০৮:৩০ পিএম


loading/img

আহসান আলমগীর। জনপ্রিয় নাট্যকার হিসেবে ইতোমধ্যেই পেয়েছেন খ্যাতি। বতর্মানে টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি নিয়মিত নাটক লিখে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে তার রচিত নাটক প্রচার হবে। তার রচনায় বিভিন্ন টেলিভিশন, ওটিটি এবং ইউটিউব চ্যানেলের জন্য ৬টি ধারাবাহিক ও ৫ টি একক নাটক ও একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে।

বিজ্ঞাপন

তুমুল জনপ্রিয় ঈদ ধারাবাহিক ‘জামাই বাজার’ এর তৃতীয় সিজন নির্মিত হয়েছে ‘জামাই বাজার-৩’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে ঈদের সাতদিন প্রতিদিন সন্ধা ৬টা ৩০ মিনিটে। এটি পরিচালনা করেছেন আল হাজেন, অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, ওয়ালিউল হক রুমি, মাহা চৌধুরীসহ আরও অনেকে।

ঈদের চতুর্থ দিন বিকাল ৪টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে টোলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’ এটি পরিচালনা করেছেন মোঃ রবিউল সিকাদার। অভিনয় করেছেন জাহিদ হাসান, ভাবনা, শিল্পি সরকার অপুসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় বৈশাখী টিভিতে প্রচারিত হবে অষ্ট্রেলিয়ায় চিত্রিত ৭ পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলার শিপ’ এটি পরিচালনা করেছেন আল হাজেন, এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা, ডলি জহুর, ওয়ালিউল হক রুমি, মাহা চৌধুরীসহ আরও অনেকে।

দীপ্ত টিভির জন্য ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তস্করের বিয়ে’ নির্মাণ করেছেন পরিচালক আলমগীর খন্দকার দুলাল। এতে অভিনয় করেছেন তানজিকা, রওনক হাসান, ডাঃ এজাজ, সাজু খাদেম, হুমায়রা হিমুসহ আরও অনেকে।
 
একক নাটক ‘মরনের পরে’ নির্মাণ করেছেন করেছেন পরিচালক মো. রবিউল সিকদার। এতে অভিনয় করেছেন সালাউাদ্দিন লাভলু, মৌ, চুমকিসহ আরও অনেকে।

বৈশাখী টিভিতে প্রচারিত হবে মেগা ধারাবাহিক নাটক ‘ফাইভ ষ্টার হোটেল’ এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
পরিচালক আজাদ কালাম নির্মাণ করেছেন একক নাটক ‘লাল শাড়ী’ এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্তও অলঙ্কার চৌধুরী।

বিজ্ঞাপন

বৈশাখী টিভির জন্য ৭ পর্বের ওয়েব সিরিজ ‘ঘর জামাইদের বাড়ি’ নির্মাণ করেছেন পরিচালক সজিব মাহমুদ। এতে অভিনয় করেছেন এলেন শুভ্র, ডা. এজাজ, এহসানুল হক মিনু, ফারজানা ছবি, মিহি আহসান, রিমি করিম, তানভীর মাসুদসহ আরও অনেকে।

ইউটিউব চ্যানেলের জন্য রবিউল শিকদার নির্মাণ করেছেন শর্টফিল্ম ‘অবলম্বনহীন’ এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সালাউদ্দিন লাভলু, চুমকিসহ আরও অনেকে।

‘ট্রাক ড্রাইভার, সমগ্র বাংলাদেশ ৫ টন’ নামে ৭ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন পরিচালক রুহুল আমিন শিশির। এতে অভিনয় করেছেন শহিদ্দুজামান সেলিম, ফারজানা ছবি, ওয়ালিউল হক রুমি, অবিদ রেহান, সুমনা সোমাসহ আরও অনেকে।

একক নাটক ‘ডিভোর্স কমিটি’ এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিন খান। প্রচারিত হবে বৈশাখী টিভিতে। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |