ঢাকা

প্রথমবার বাবা-মায়ের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ দেখবেন শাকিব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ , ০৫:৪০ পিএম


loading/img

এবার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবের সিনেমা ‘লিডার, আমি বাংলাদেশ’। ঈদ উৎসবে মুক্তিপ্রতিক্ষীত আটটি সিনেমার মধ্যে হলসংখ্যার দিক থেকে এগিয়ে আছে ছবিটি। এরই মধ্যে ১০০ সিনেমা হল পেয়েছে কিং খানের ‘লিডার’।

বিজ্ঞাপন

এদিকে এ উৎসবে মুক্তির অপেক্ষায় থাকা ছবি নিয়ে সংশ্লিষ্ট তারকাদের উদ্যোগের অন্ত নেই। এই দলে আছেন শাকিবও। এবার ঈদে বাবা-মাকে নিয়ে সিনেমা হলে বসে ‘লিডার: আমি বাংলাদেশ’ দেখবেন ঢালিউড কিং ।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘এবার ঈদে আসছে ‘লিডার, আমি বাংলাদেশ’। সিনেমাটি আমি পরিবার-পরিজন নিয়ে আপনাদের সঙ্গে বসে দেখব। আপনারাও আপনাদের আশপাশে যেখানেই সিনেমাটি চলছে সেখানেই দেখে ফেলুন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘লিডার, আমিই বাংলাদেশ’ নির্মাণ করেছেন তপু খান। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |