• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

গল্পটা দারুণ, দর্শককে আটকে রাখবে : স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২৩, ১১:১৪
অর্চিতা স্পর্শিয়া
ফাইল ফটো

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এবার ঈদে নাটকে খুব একটা দেখা যায়নি তাকে। ব্যস্ত ছিলেন ওয়েব সিরিজের কাজ নিয়ে।

ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘এখানে নোঙর’ এবং সিরিজ ‘ওপেন কিচেন’।

‘এখানে নোঙর’ সিনেমায় আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি নির্মাণ করেছেন মেহেদী রনি।

এ সিনেমা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙর’ সিনেমার গল্পটা দারুণ। একেবারেই সাধারণ কমার্শিয়াল। গল্পে থ্রিলার আছে, যা সিনেমা দেখার পুরো সময়টা আটকে রাখবে দর্শককে। আশা করছি, সিনেমাটি ভীষণ পছন্দ হবে সবার।

অপরদিকে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব সিরিজ ‘ওপেন কিচেন’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

এ সিরিজটি নিয়ে অভিনেত্রী বলেন, অনেক দিন পর পুরোনো সব বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজটা করেছি আমি।

প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে স্পর্শিয়া অভিনীত দুটি সিনেমা ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’। এ ছাড়া আরও নতুন কয়েকটি কাজ নিয়ে আলোচনা চলছে। সব চূড়ান্ত হলে খুব শিগগিরই সবাইকে জানাবেন বলে জানিয়েছেন স্পর্শিয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকার মন রাখতে বরফের ওপর জায়েদের ডিগবাজি
কেন খাঁচায় বন্দি শবনম বুবলী
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘এখানে নোঙর’
বছরের শুরুতেই আদর-দীঘির চমক!