• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিয়ে যা বললেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৩, ১১:০৮
সিদ্দিকুর রহমান সিদ্দিক

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয় করেই পেয়েছেন জনপ্রিয়তা। এর পাশাপাশি নির্মাণ করেছেন নাটক। বর্তমানে অভিনয় থেকে দূরে সরে আছেন এ অভিনেতা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন সেখানে।

এবার অভিনেতা সিদ্দিক সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন। বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

তিনি লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়। সত্যিকারে পৃথিবীকে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি মুসলমানকেই ফজরের নামাজ পড়তে হবে। তাহলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। আল্লাহপাক প্রতিটি মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।’

প্রসঙ্গত, এদিকে রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন সিদ্দিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে সংসদ সদস্য হতে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। তিনি ক্ষমতাসীন আরওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
দুর্ঘটনায় আহত অভিনেতা পাভেল, চাইলেন দোয়া
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে যা বললেন অভিনেতা অনির্বাণ
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা