• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

উরফির ৩৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৩, ১১:৫১
উরফি জাভেদ
ফাইল ফটো

ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। কখনও দড়ি, কখনও ছবি বা লতাপাতা, আবার কখনো নামমাত্র কাপড় পরে প্রকাশ্যে আসেন তিনি। উদ্ভট এবং খোলামেলা এসব পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে।

সম্প্রতি ফের অদ্ভুত পোশাকের কারণে ঝামেলায় পড়েন উরফি। এবার পোশাকের জন্য চা খেতে গিয়ে বিড়ম্বনায় পড়েন উরফি! কিছুতেই গ্লাস থেকে চা পান করতে পারছিলেন না এই তারকা।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি লেখেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়।’

এই ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে বসে আছেন উরফি। তার মুখের সামনে ব্যারিকেড দেওয়া এক অদ্ভুত পোশাক পড়েছেন তিনি। আর এই পোশাকের জন্যই চা খেতে ব্যাপক অসুবিধা হচ্ছিল তার। যদিও শেষ পর্যন্ত একটা উপায় বের করেন চা পান করার জন্য। তিনি যখন ওই ব্যারিকেডের সামনে দিয়ে চা খেতে পারছিলেন না, তখন ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইড থেকে চা পান করেন উরফি।

মাত্র কয়েক ঘণ্টায় লাখ লাখ ভিউ হয়ে যায় তার সেই ভিডিওতে। রীতিমতো ভাইরাল হয়ে যায় সেটি। এক ব্যক্তি তার পোস্টে লিখেছেন, ‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল’। আরেকজন লেখেন, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।’

কিছুদিন আগে, মাধুরী দীক্ষিতের একটি শো নিয়ে উরফি জানিয়েছিলেন, সেখানে নাকি তাকে নিমন্ত্রণ করেও শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়। তাকে যেতে বারণ করা হয় সেই শো তে।

প্রসঙ্গত, পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনকিছুতে পাত্তাই দেননি উরফি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে ধর্ষণ ও খুনের হুমকিও পেয়েছেন এই তারকা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১ 
যশোরের আলোচিত শাহীন চাকলাদারের কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি