• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

‘যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৩, ২০:০৫
শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ে আছেন নিয়মিত। তবে অভিনয়ের চেয়ে বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, শাকিব খানের সঙ্গে তার বৈবাহিক জীবনের ঘটনা।

যদিও এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয় শাকিবের দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে।

চলমান এই দ্বন্দ্ব নিয়ে বুবলীও গণমাধ্যমের কাছে ক্ষোভ ঝেড়েছেন। স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম বুবলী।

চিত্রনায়িকা বুবলী বলেন, শাকিব খান যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, বানোয়াট অভিযোগ দিয়ে বোল্ড হতে চান, উনার পুরুষত্ব প্রমাণ করতে চান; এটি কী আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছেন। উনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন। এতে কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে? তিনি নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ, উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন।

তিনি আরও বলেন, এটা কি আমার ভুল হয়েছে? তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষকে জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই। এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না।

প্রসঙ্গত, বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। তবে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
নেতিবাচক চরিত্রে বুবলী
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী