• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আরটিভিতে আজ যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৩, ০৮:২৫
আরটিভি ও অনুষ্ঠান

মঙ্গলবার, ২৩ মে ২০২৩, ৯ জ্যৈষ্ঠ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ৯ টায় টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯ টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।

সকাল ১০ টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বুকের ভেতর আগুন’। অভিনয়ে সালমান শাহ্, শাবনূর প্রমুখ।

বিকাল ৫ টা ৩০ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা সৈয়দা মুনিরা ইসলাম।

৬ টা ৫ মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।

রাত ৭ টা ৫ মিনিটে ‘নির্বাচিত নাটক’।

রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।

রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘গোলমাল’। কায়সার আহমেদ ও আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।

রাত ১০ টায় ধারাবাহিক নাটক ‘ফ্রেন্ডস’। ইউসুফ আলী খোকনের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, মাসুম বাসার, মিলি বাসার, রকি খান, শেলী আহসান, শিরিন আলম, রেশমা আহমেদ,বাসার বাপ্পী, হিন্দোল রায় রিসা চৌধুরী, শেহতাজ ওমর, তালহা খান, তাবাসুম মিথিলা, রিজওয়ান প্রমুখ।

রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১ টা ২০ মিনিটে লাইভ ‘গণতন্ত্র সংলাপ’।

রাত ১২ টা ১৫ মিনিটে লাইভ ‘উন্নয়নে বাংলাদেশ’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট চান না বাটলার
গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা
নানা নাটকীয়তার পর যেভাবে ধরা পড়েন সাইফের হামলাকারী
নেতাকর্মীদের বক্তৃতা ও স্লোগান দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে: ফখরুল