• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ভয়ে আছেন সানি লিওন!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৩, ১৩:২০
সানি লিওন

বলিউড তারকা সানি লিওন। সেই জগত ছেড়েছেন আগেই। জায়গা করে নিয়েছেন বলিউডে। সেখানেও তার শারীরিক উত্তেজনার দৃশ্যে বুঁদ হয়েছেন দর্শক। বিশেষ করে সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর তাই যেখানেই সানি লিওন, সেখানেই পরিস্থিতি উত্তাল। বর্তমানে তিনি নিয়মিত বলিউডে অভিনয় করে যাচ্ছেন।

তবে সম্প্রতি জানালেন পোশাক নিয়ে ভয় পাচ্ছেন তিনি। চমকে যাওয়ার মতো কথা হলেও এমনটাই জানিয়েছেন তিনি। যে মেয়ে সাহসী জীবনযাপন করেন। নীল ছবি থেকে বলিউডে পা দিয়ে নানান বিতর্ক ও কটাক্ষের মুখে পড়েন, সেই মেয়ে সামান্য পোশাক নিয়ে ভয় পাচ্ছেন!

আসলে ঘটনাটি হচ্ছে, ইতোমধ্যে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, মৌনি রায়, উর্বশী রাউতেলারা। সেই তালিকায় এবার প্রথমবার নাম লিখিয়েছেন সানি। এত বড় আয়োজনে নিজেকে ঠিক করে মেলে ধরতে পারবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে ফ্রান্সে পৌঁছাতেই এবং বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট দেখতেই একেবারে অস্থির সানি।

সম্প্রতি জনপ্রিয় ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকার সানি বলেন, ‘এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এসেছি। এতটাই টেনশনে যে কী বলব! টেনশনে তো ফ্লাইটই মিস করছিলাম। আসলে, সবাই কত সুন্দর সুন্দর পোশাক পরে রেড কার্পেটে আসছেন। তাই নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি। রেড কার্পেট নিয়ে তো ভয় পাচ্ছি খুব। জানি না সব কিছু সামলাতে পারব কি না!’

প্রসঙ্গত, সানি তার নিজের ছবি ‘কেনেডি’র প্রচারেই মুম্বাই থেকে কান চলচ্চিত্র উৎসবে উড়ে গিয়েছেন। সঙ্গে অবশ্য রয়েছেন তার স্বামী ড্যানিয়েল। ভয়ে ভয়ে থাকলেও, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে বাড়িতে নাচতে যত টাকা নেন বলিউড তারকারা
রাফাহতের হামলায় প্রতিবাদ জানালেন বলিউড তারকারা
দেশে ফিরে যা বললেন কানের ‘সেরা অভিনেত্রী’ 
পাশে দাঁড়ানোর অনুরোধ কিয়ারার