ছোট পর্দার প্রিয় মুখ সারিকা সাবরিন। প্রথমবারের মতো মেয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি। ‘হ্যালো টিচার’ নাটকে মেয়ে স্যাহরিশের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
মেয়েকে নিয়ে প্রথমবার কোনো নাটকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত সারিকা। তার ভাষ্যমতে, দিনটি (২৪ মে) ছিলো আমার জন্য খুবই স্পেশাল। এদিন স্যাহরিশ প্রথমবারের মতো অভিনয় করেছে।
তিনি যোগ করেন, অনেক আগে থেকেই স্যাহরিশের অভিনয়ে আগ্রহ ছিল। এ নাটকটিতে সহশিল্পী (অপূর্ব) ও নির্মাতা (বিইউ শুভ)- দুজনই আমার বেশ ভালো বন্ধু। এ কারণেই আমার মেয়েকে অভিনয়ের অনুমতি দিয়েছি।
মেয়ের অভিনয়ের প্রশংসা করে সারিকা বলেন, স্যাহরিশের অভিনয় দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। খুবই চমৎকার অভিনয় করেছে। নাটকটি প্রচারের জণ্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।