• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সেই খবরে কি আমার নাম আছে, প্রশ্ন মিথিলার (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৩, ২১:০২

সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় মালা পরিয়েছেন, বেঁধেছেন সংসার। কাঁটাতারের বেড়া তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি। গুঞ্জন উঠেছে, তাদের সাড়ে তিন বছরের সাজানো সেই সংসারে নাকি ভাঙনের সুর বাজছে। বলছি, তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার কথা।

২০১৯ সালের ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকেই এই জুটির কেমিস্ট্রি অন্তর্জালে নজর কেড়েছে। তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও লুফে নিয়েছে নেটিজেনরা। বেশ সুখেই কাটছিল তাদের সংসার।

শুক্রবার (২৬ মে) কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যমে একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ, হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীর প্রেমে মজেছেন। সেই নারী কোনো অভিনেত্রী নন, ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ তার সঙ্গে কাটান নির্মাতা।

আর সে কারণেই ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যেই নাকি কাগজ-কলমে ছাড়াছাড়ি হয়ে যাবে। সেখানে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করছে। এমন খবরে চিন্তায় পড়েছেন সৃজিত-মিথিলার অনুরাগীরা।

তবে এই গুঞ্জন খুব একটা গায়ে জড়ালেন না মিথিলা। উল্টো প্রশ্ন ছুড়ে অভিনেত্রী জানতে চান, সেই খবরে তার নাম আছে কি না! মিথিলার স্পষ্ট ভাষ্য, এই খবরের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে। সবশেষ গেল বছরের নভেম্বরে তাদের ঘর ভাঙার খবর শোনা যায়। তবে সে সময় গুঞ্জনে পানি ঢালেন মিথিলা। সেটিকে তিনি ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন।

প্রসঙ্গত, সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সৃজিত-মিথিলার পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম, অতঃপর পরিণয়। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিথিলা। তাদের সংসারে আইরা নামে এক কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে ১১ বছরের দাম্পত্যে ইতি টানেন তাহসান-মিথিলা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আলোচনায় সৃজিত-ঋতাভরী
সাপের মাথায় স্নেহচুম্বন সৃজিতের, অতঃপর যা ঘটলো...
সিনেমা হলে টিকিট বেচলেন সৃজিত-দেব
সৃজিত আমার কাছে কোনো নির্মাতা নয়, ও একটা অভিজ্ঞতা: রুক্মিণী