জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর আরেফিন জিলানী সাকিবের সঙ্গে ঘর বাঁধলেন তিনি।
গত শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে বর-কনের নাচে জমে ওঠে অনুষ্ঠানস্থল।
জিলানীকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত ঐশী। জিলানীর ক্ষেত্রেও একই ঘটনা। জীবনের বাকিটা সময় একসঙ্গে নতুন ছন্দে কাটাতে চান তারা। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান নবদম্পতি।
আরটিভি নিউজের সঙ্গে আলাপকালে ঐশী বলেন, ‘আলহামদুলিল্লাহ্, খুবই পবিত্র এক অনুভূতি। মুহূর্তগুলোকে অনুভব করার চেষ্টা করছি। আবেগগুলো শব্দে প্রকাশের মতো না। আল্লাহ্ চেয়েছেন বলেই এমন একজন মানুষকে (জিলানী) আমার জীবনে পেয়েছি। সামনের দিনগুলোও যাতে এখনকার মতো রঙিন থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী মজার ছলে বলেন, ‘ও (জিলানী) হচ্ছে লাজুক জামাই। যেটা উল্টা হওয়ার কথা ছিলো (লাজুক বউ)। ও তো বলতে পারবে না, আমিই বলি- বউও জিতছে, জামাইও জিতছে।’
অন্যদিকে জিলানী জানান, ‘যে মানুষটাকে ভালোবেসেছি, যাকে নিজের করে পাওয়ার কথা ভেবেছি- ফাইনালি তাকে নিজের করে পেলাম। আমার খুবই ভালো লাগছে।’
প্রসঙ্গত, সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। গত বছরের শেষ দিকে গানের মঞ্চ থেকে বাঁধভাঙা শ্রোতা ঠেলে সুনসান নীরবতায় মোড়া রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব নেন তিনি। অন্যদিকে তার স্বামী আরেফিন জিলানী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও যুক্ত আছেন তিনি।