সম্প্রতি মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ওয়েব সিরিজ ‘ফেরা’। এতে লাস্যময়ী এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। এতে রীতিমতো চমক দেখিয়েছেন দীঘি।
ববি রহমানের রচনায় সিরিজটি নির্মাণ করেছেন সুমন ধর। সিরিজে নতুন লুক এবং চরিত্রে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন দীঘি।
সিনেমার গল্পে একজন অন্ধ নারীর চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। যার নাম শাহনাজ। সিরিজের শুরুতে একটি রেস্তোরাঁয় গান গাইতে দেখা যায় তাকে।
অন্যদিকে, একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। যেখানে তার চরিত্রের নাম যশ। যিনি দেশের জন্য কাজ করেন।
‘ফেরা’র আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। যার চরিত্রের নাম সরফরাজ। যাকে পর্দায় একজন দেশদ্রোহীর ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত, শুক্রবার (৯ জুন) আরটিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দীঘি-ইয়াশ অভিনীত ওয়েব সিরিজ ‘ফেরা’।