ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ছেলের ১০ মাস উদযাপন করলেন রাজ-পরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ জুন ২০২৩ , ০৯:১৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সময় যেন তার আপন গতিতেই চলে যায়। দেখতে দেখতে এরই মধ্যে পেরিয়ে গেছে ১০ মাস। রোববার (১১ জুন) শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূর্ণ হয়েছে। আর তাই সব বিবাদ ভুলে বরাবরের মতো একসঙ্গেই ছেলের ১০ মাস উদযাপন করলেন রাজ-পরী। 

বিজ্ঞাপন

এ দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিবার ও ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। 

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি দশ মাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল!’ ব্যাস এতটুকুই। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হ্যাপি ইমোজি।

বিজ্ঞাপন

পোস্টটি শেয়ার করা মাত্রই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পরীর কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের। 

এক নেটিজেন লিখেছেন, মাশআল্লাহ্‌। এভাবেই বাবা-মা’র ভালোবাসায় জড়িয়ে থাক বাবাটা, অনেক দোয়া আর ভালোবাসা। আরেকজন লিখেছেন, মাশআল্লাহ, দারুণ একটা মুহূর্ত। অভিনেত্রীর এক ভক্ত লেখেন, বাবাটার জন্য অনেক অনেক আদর, ভালোবাসা আর দোয়া রইল।  

বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন রাজ-পরী। কিন্তু সন্তানের জন্য নিজেরদের সব ঝামেলাকে উপেক্ষা করে ফের একসঙ্গে দিনটি উদযাপন করলেন এই তারকা দম্পতি। এতে রাজ-পরীর প্রতি ভীষণ খুশি হয়েছেন এবং তাদেরকে শুভ কামনাও জানিয়েছেন নেটিজেনরা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |