ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় জুটি রাভিশ দেশাই ও মুগ্ধা চাপরেকর তাদের ৯ বছরের বৈবাহিক জীবনের পরিসমাপ্তির ঘোষণা দিয়েছেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা জানান, পরস্পরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে দীর্ঘ এক বছর ধরে তারা আলাদা থাকছেন।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, এই তারকা জুটির পরিচয় ২০১৪ সালে, জি টিভির সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’-এর সেটে। শুটিং করতে করতেই কাছাকাছি চলে আসেন তারা, যা পরবর্তীতে গড়ায় প্রেমে। দুই বছর পর বিয়ে করেন মুগ্ধা ও রাভিশ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাভিশ লেখেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে সরে এসে নিজ নিজ জীবনের পথে এগিয়ে যাওয়ার। আমাদের একসঙ্গে সময় কাটানোটা স্মরণীয় ও আনন্দময় ছিল। ভবিষ্যতেও পরস্পরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে। এছাড়া, ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয় যেন তারা এই ব্যক্তিগত বিষয়ে গুজব ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকেন।
প্রসঙ্গত, টিভি সিরিয়ালের পাশাপাশি রাভিশ কাজ করেছেন বেশ কয়েকটি হিন্দি সিনেমায়ও। তার মধ্যে রয়েছে ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ও ‘ভিজয় ৬৯’। অন্যদিকে মুগ্ধা ১৯৯৫ সালে ‘আজমাইশ’ নামের হিন্দি সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাকে। পরে তিনি কাজ করেছেন একাধিক মারাঠি চলচ্চিত্র ও বহু জনপ্রিয় টিভি সিরিয়ালে।
মুগ্ধা চাপরেকর বিগত এক দশকে টিভি ইন্ডাস্ট্রিতে বেশ সাফল্যের সঙ্গে কাজ করেছেন। ‘কুমকুম ভাগ্য’-তে প্রাচীর চরিত্রে অভিনয় করে পেয়েছেন বিশেষ জনপ্রিয়তা।
আরটিভি/এএ/এআর