জল্পনার অবসান, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ যুজবেন্দ্র চহালের

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৬ পিএম


জল্পনার অবসান, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ যুজবেন্দ্র চহালের
ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল। তাদের সংসার ভাঙতে চলেছে, এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে; শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা, এবার সেটিও ঘটল।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিগত ১৮ মাস ধরে আলাদা ছিলেন তারা। শুধু তাই নয়, দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও।

ডিভোর্সের কারণ হিসেবে চাহাল-ধনশ্রী জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের। দু’পক্ষের কথা শোনার পরে বিচারক তাদের ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তারা। বৃহস্পতিবারেই বিকেল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।

বিজ্ঞাপন

বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই। তারকা স্পিনার সামাজিক মাধ্যমে লিখেছেন, ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।

এদিকে সামাজিকমাধ্যমে ধনশ্রী লিখেছেন, ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন, আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission