• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিবাদ ভুলে ফের এক হলেন রাজ-পরী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভির নিউজ

  ১১ জুন ২০২৩, ১৩:৫৬
রাজ ও পরী
ছবি : সংগৃহীত

বর্তমানে খুব একটা ভালো সময় যাচ্ছে না রাজ-পরীর দাম্পত্য জীবনে। সম্পর্কের টানাপোড়েন যেন পিছুই ছাড়ছে না এই জুটির। অনেকেই ধারণা করছিলেন, হয়তো এবার ভেঙেই যাবে তাদের সংসার। তবে নেটিজেনদের সেই ধারণাকে পাল্টে দিয়ে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে।

রোববার (১১ জুন) সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি।

ওই ভিডিওতে দেখা যায়, কেক কেটে রাজ্যের ১০ মাসপূর্তি উদযাপন করছেন তারা।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।

দিন কয়েক আগেই শরীফুল রাজের ফেসবুক একাউন্ট থেকে তিন অভিনেত্রীর সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও ফাঁসের পর থেকেই রাজ-পরীর সম্পর্কের অবনতি শুরু হয়।

সে সময় পরী জানিয়েছিলেন, গেল ২০ মে নিজের বাসা থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর আর বাসায় ফেরেননি তিনি। এমনকি ফোনও ধরছেন না। এরপর বিভিন্ন গণমাধ্যমে এসে রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চান বলেও জানান এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। পরে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে মাঝেমধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি-জামায়াতপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা