ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পঞ্চাশে ফের বাবা হলেন প্রভু দেবা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ জুন ২০২৩ , ০৭:১০ পিএম


loading/img

পঞ্চাশ বছর বয়সে ফের বাবা হলেন বলিউডের কোরিওগ্রাফার, পরিচালক ও অভিনেতা প্রভু দেবা। সম্প্রতি প্রভু দেবার দ্বিতীয় স্ত্রী হিমানি সিং কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এ দম্পতির এটি প্রথম সন্তান। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে প্রভু দেবা লেখেন, হ্যাঁ, খবরটি সত্য। আমি পঞ্চাশ বছর বয়সে ফের বাবা হয়েছি। আমি খুব খুব আনন্দিত এবং পরিপূর্ণ অনুভব করছি।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন রামালথকে। এ সংসারে তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে। তাদের বড় ছেলে ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সে মারা যায়। তবে অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রামালথের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। ২০১১ সালে প্রথম সংসারের ইতি টানেন প্রভু দেবা।

বিজ্ঞাপন

করোনা সংকট তৈরি হওয়ার কারণে ২০২০ সালের মে মাসে ভারতে লকডাউন দেওয়া হয়। ওই সময়ে হিমানিকে বিয়ে করেন প্রভু দেবা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |