জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। সুরেলা কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। গানের পাশাপাশি প্রায় তার দেখা মেলে মিউজিক ভিডিওতে। আর তাইতো সাজগোজেও বেশ মনোযোগী কনা। সম্প্রতি অবসর পেলেই পার্লারে সময় কাটান বলে জানিয়েছেন সাংবাদিকদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা পার্লারে আসে নিজস্ব একটা সময় কাটানোর জন্য। নিজেকে যত্ন নিতে, সাজতে। নিজেকে সুন্দর দেখতে প্রতিটি মেয়েই ভালোবাসে। আমার কাছে মনে হয় নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
এই গায়িকা আরও বলেন, গান বা অভিনয় করতে গেলে মেকআপ করতেই হবে এটা খুব জরুরি নয়। আমি ছোটবেলা থেকেই সাজগোজ, জামা-কাপড়, নেইলপলিশ পছন্দ করতাম। কিন্তু এটা ব্যক্তিভেদে আলাদা হয়। কিন্তু আমি সাজতে ভালোবাসি।
কেমন মেকআপ পছন্দ এমন প্রশ্নের উত্তরে কনা বলেন, সাজগোজ বা মেকআপের ক্ষেত্রে আমি যেখানেই যাই রেকর্ডিং বা ইন্টাভিউতে কিংবা কোনো স্টেজ শো’তে আমি একটু ভাবি যে কী রকম অনুষ্ঠানে যাচ্ছি, কী রকম দর্শক থাকবে, আমাকে মানানসই লাগছে কি না, এই সব কিছু আমি মাথায় রাখার চেষ্টা করে সাজগোজ করি। এটা অনেকটা ফ্যাশেনের মতো। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা।