• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আল্লাহর ওয়াস্তে আমাকে ছাড়েন, খুব প্যারা খাচ্ছি : জেবা জান্নাত (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২৩, ২৩:১১
আল্লাহর ওয়াস্তে আমাকে ছাড়েন, খুব প্যারা খাচ্ছি : জেবা জান্নাত (ভিডিও)

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার পর আলোচনার কেন্দ্রে রয়েছেন নবাগত অভিনেত্রী জেবা জান্নাত।

নিষেধাজ্ঞার প্রসঙ্গে জানতে জেবাকে মুঠোফোনে কল করা হলে তিনি আরটিভি নিউজকে জানান, ‘কী কারণে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি ক্লিয়ার করেছি। আমাকে যখন ব্যানড করা হয়েছে তখন জানতামও না। আমার কাছে কোনো নোটিস আসেনি। হুট করে ফেসবুকে আপলোড করেছে। এগুলো আমার কাছে বিব্রতকর। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ছাড়ুন। চার-পাঁচদিন ধরে এগুলো নিয়ে খুব প্যারা খাচ্ছি।’

অভিনেত্রী যোগ করেন, ‘অভিযোগ নিয়ে আমার কোনো ভাষ্য নেই। আমাকে ব্যানড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। কিন্তু আমি আগামীকাল (২২ জুন) থেকেই নাটকের শুটিং করছি। নিষিদ্ধ করে কোনো লাভ নেই।’

জেবার অভিযোগ, নাট্যনির্মাতা রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল তাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো-তে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। পরবর্তীতে টিকটক ভিডিওতে নজর কাড়েন তিনি। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে মানা
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে খবরটি ভুয়া