• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

জেবার শুটিংয়ে ডিরেক্টরস গিল্ডের বাধা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৩, ১০:২০
জেবা জান্নাত
ছবি : সংগৃহীত

অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে বেশ কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনায় রয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত। নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই তাকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুটিংয়ে অংশ নিলে সেখানে হাজির হয়ে নাটকের শুটিং বন্ধ করে দেয় ডিরেক্টরস গিল্ড।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টা থেকে ধানমণ্ডির ঝিগাতলায় একটি নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। কিন্তু বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, প্রচার সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদকসহ আরও কয়েকজন নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা আজিজুল ইসলাম।

নিষেধাজ্ঞা অমান্য করে কেন শুটিং করছেন জানতে চাইলে জেবা জান্নাত বলেন, আমাকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন আমি সেটা মেনে নেব? তাদের মনে হলো আর আমাকে নিষিদ্ধ করে দিলো এটা কী করে সম্ভব।

অভিনেত্রী আরও বলেন, আমি সংগঠনকে (অভিনয়শিল্পী সংঘ) বিষয়টি জানিয়েছি। তারা আমাকে শুটিং চালিয়ে যেতে বলেছে। আমার শুটিং চলবে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন জেবাকে নিয়ে কেন নাটকের শুটিং করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, আমিঅনেক আগেই জেবার শিডিউল নিয়েছিলাম। প্রযোজক শর্ত দিয়েছেন এই শিডিউল অনুযায়ী শুটিং না করলে নাটকটির শুটিং বাতিল করতে হবে। আর এমন হলে আমি ও আমার টিম ব্যাপক ক্ষতির সম্মুখীন হব।

সেজন্য অনুমতি চেয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে আবেদনও করেছিলাম। কিন্তু তারা বিষয়টি আমলে নিয়ে আমার পাশে দাঁড়াননি। দুপুর ১২টা পর্যন্ত আমি তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছি। কিন্তু কোনো সুরাহা করেননি তারা। তাই দুপুর ১২টার পর থেকে নাটকের শুটিং শুরু করি।

তিনি আরও জানান, সংগঠনের নেতাদের কথামতো শুটিং বন্ধ রাখেন তিনি। কিন্তু সাধারণ সম্পাদক তাকে জেবার দালাল বলায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে পুনরায় শুটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যার পর থেকে শুটিং শুরু করেন। এ ছাড়া নাটকটির প্রযোজক জেবাকে নিয়ে কাজ করতে হবে। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে শুটিং করা সম্ভব নয় বলেও জানান এই নির্মাতা।

তবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানতে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের সঙ্গে বারা বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল ২০ জুন থেকে জেবা জান্নাতের ওপরে ডিরেক্টরস গিল্ডের এই নিষেধাজ্ঞার এ নির্দেশটি কার্যকর হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয়শিল্পী সংঘের সংস্কার কমিটিতে থাকছেন যারা
অভিনয়শিল্পী সংঘ থেকে লাকীকে অব্যাহতি
সংগঠন নিয়ে অভিনয়শিল্পীদের দ্বন্দ্ব তুঙ্গে
বাঁধনের ২১ প্রশ্ন, পদত্যাগ চাইলেন নেতাদের