ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রুনা লায়লার বাসায় গিয়ে যে অভিজ্ঞতা হলো লিজার (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ জুন ২০২৩ , ১২:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ইতোমধ্যে তার কণ্ঠের জাদুতে জায়গা করে নিয়েছেন শ্রোতা-দর্শকদের হৃদয়ে। সম্প্রতি দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার বাসায় গিয়েছিলেন লিজা। আরটিভির এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন লিজা।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের এই কণ্ঠশিল্পী বলেন, শ্রদ্ধেয় কিংবদন্তি রুনা লায়লা ম্যাডামের কাছে যাওয়ার ব্যাপারটাই আসলে আমার সংগীত জীবনের বড় সাফল্যের একটা অংশ। ছোট বেলা থেকে ওনাকে দেখে ফলো করে বড় হওয়ার চেষ্টাটা প্রত্যেক শিল্পীরই থাকে।   

বিজ্ঞাপন

তবে আমরা সামনা সামনি যা দেখি সেটার থেকে একেবারেই অন্যরকম একজন মানুষ তিনি। বলা চলে, একদমই মাটির মানুষ। আমাদের ছোটদেরকে এতো আদর-স্নেহ করেন, এটা আসলে ওনার সঙ্গে না মিশলে কখনই বুঝতাম না। আসলেই যে ওনি একজন কিংবদন্তি, এটা ওনার সঙ্গে না মিশলে বোঝা যায় না।    

রুনা লায়লার বাসায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে লিজা বলেন, ওনার নিজের হাতে রান্না করেছিলেন কিনা সেটা আমি জানি না। কিন্তু আমরা যে কয়জন পারফর্ম করেছিলাম, আমরা সবাই গিয়েছিলাম শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের বাসায়। তিনি আমাদের সবার জন্য আলাদা করে কেক এনেছিলেন এবং আমাদের সবাই ধন্যবাদ জানিয়ে একসঙ্গে কেকটা কেটেছিলাম। 

বিজ্ঞাপন

সেই সঙ্গে ওনার পছন্দের কিছু খাবার ছিল। আসলে আমাদের কাছে তো ফুডটা মেইন বিষয় না। আমরা যে ওনার কাছে গেলাম, আমাদেরকে ওনি এতো ভালোবাসলেন, এটাই আমাদের কাছে বড় পাওয়া। ওনার কাছে গেলে, যেন কিছু মাথায় থাকে না। বাসায় যাওয়ার পর ওনি যে আমাদের এতো ভালোবেসেছেন সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু।     

নিজের সাজগোজের বিষয়ে তিনি বলেন, আমি সাজতে ভীষণ পছন্দ করি। যেহেতু স্টেজ প্রোগ্রাম বেশি করতে হয়, সে সময় লাইট মেকাপ দিলে হবে না। তাই তখন হয়তো একটু ভারি মেকাপ করি। এ ছাড়া ইদানিং জামদানি খুব টানে আমাকে। আর আমি সব সময় চেষ্টা করি একেক প্রোগ্রামে আমাকে আলাদা  আলাদাভাবে প্রেজেন্টে করার জন্য। কারণ অনেক বড় বড় আয়োজন থাকে, অনেক মানুষ থাকে যারা আমাকে ভালোবেসে নিয়ে যায়। তাই সবসময় চেষ্টা করি নতুনত্ব আনার। সে কারণেই মূলত বিভিন্ন জায়গায় লিজাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়।  

ঈদের কাজ নিয়ে লিজা বলেন, আমার তো বেশি স্টেজ শো করা হয়। বর্তমানে আমার লিজা ইউটিউব চ্যানেলের জন্য কিছু গান করা আছে। সেখান থেকে একটা ফানি সং আসবে। এবার শ্রদ্ধেয় শওকত আলী ইমনের কম্পোজিশনে ভিডিও আকারে গানটি ঈদে দর্শকরা দেখতে পাবেন।    
 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |