এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও সামিরা খান মাহি। বর্তমানে অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে, অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন মাহি। অভিনয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তারা। আসন্ন ঈদুল আজহায় ‘সুইট মোমেন্টস’-এ পর্দা মাতাবেন এই জুটি।
সাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা। আর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন অপূর্ব-মাহি।
নাটকের গল্পে দেখা যাবে, অনিক ব্যাচেলর, একলা থাকে বাসায়। বাড়িওয়ালা জোবেদ আলি কোনো ব্যাচেলর ভাড়া দেন না। কিন্তু ভাড়া চাইতে আসা অনিকের আচার আচরণে বেশ ভালো লেগে যায় তার। তাই তাকে বিশ্বাস করে বাড়ি ভাড়া দেন।
নতুন বাসায় ওঠার পর প্রায় সময়ই আড্ডা দেন তারা। জোবেদ আলির স্ত্রী বেঁচে নেই। তার একমাত্র কন্যা তনিমা। তবে অনিককে দেখতে দেখতে এক সময় তার প্রেমে পরে যায় সে। তনিমা ভালোবাসার কথা জানালে কোনো উত্তরই দেয় না অনিক। এরপর থেকেই জোবেদ আলির বাসায় যাওয়া কমিয়ে দেয় অনিক।
এ দিকে ভার্সিটি এক্সামের রেজাল্ট খারাপ হওয়ায় বাবার সঙ্গে ঝগড়া করে গভীর রাতে অনিক বাসায় চলে যায় তনিমা।
অনিক দরজা খোলার পর সে জানায়, বাবার সাথে ঝগড়া হয়েছে, সে বাসা ছেড়ে চলে এসেছে। এখন তার হাতে দুইটা অপশন আছে। হয়তো অনিকের বাসায় সে লুকিয়ে থাকবে, বাবাকে শাস্তি দিবে সে। নয়তো ছাদে যাবে, ছাদ থেকে লাফ দেবে।
এভাবেই এগোতে থাকে অপূর্ব-মাহির ‘সুইট মোমেন্টস’র গল্প। তবে নাটকের শেষ পরিণতি দেখতে চোখ রাখতে হবে আরটিভির ঈদ আয়োজনে।
ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে অপূর্ব-মাহি অভিনীত ‘সুইট মোমেন্টস’। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানাসহ অনেকেই।