রাজ্যকে নিয়ে হাসপাতালে পরীমণি
ব্যক্তি পরীমণির নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমণির তুলনা নেই। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানকে। পেশাগত কাজের সময় ছেলে রাজ্যকে বুকে আগলে রাখেন তিনি। এবার সেই রাজ্য অসুস্থ। সামাজিক মাধ্যমে পরীমণি নিজেই জানিয়েছেন এ খবর।
সন্তানের অসুস্থতায় এক মুহূর্ত দেরি করেননি পরীমণি। ছুটে গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সে খবর জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজ্য অসুস্থ।
এদিকে খবরটি শুনে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীদের অনেকেই অসুস্থ রাজ্যের সুস্থতা কামনা করেছেন। তবে সেসবের কোনও উত্তর দেননি অভিনেত্রী। সেইসঙ্গে রাজ্যের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
মন্তব্য করুন