বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। গেল বছর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এর বাইরে ‘ডার্লিংস’র মতো প্রশংসিত সিনেমা এবং বিশ্বব্যাপী ঝড় তোলা ‘আরআরআর’-এর নায়িকা তিনি।
তবে আজকের এই অবস্থানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আলিয়াকে। একাগ্র চেষ্টা আর মেধার জোরে নিজেকে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে এনেছেন। যার আরও এক নজির সামনে এলো এবার।
২০২২ এর ৭ নভেম্বর মা হয়েছেন আলিয়া ভাট। তার কোলজুড়ে আসে কন্যা রাহা কাপুর। সাধারণত মাতৃত্বকালীন নারীদের স্থূলতা দেখা দেয়। এছাড়া আনুষঙ্গিক কিছু জটিলতাও থাকে। সেসব কাটিয়ে উঠতে সময়ও লাগে ঢের। সঙ্গে লাগে বিরামহীন চেষ্টা। কিন্তু চমকে দিয়েছেন আলিয়া। মা হওয়ার মাত্র চার মাস পরই তিনি দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে; তাও আবার রোমান্টিক গানের শুটিংয়ে!
সম্প্রতি প্রকাশিত হয়েছে আলিয়া অভিনীত নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র গান ‘তুম কিয়া মিলে’। এই গানের বিহাইন্ড দ্য সিনের সূত্রেই জানা গেছে, আলিয়া সন্তান জন্মের মাত্র চার মাস পর গানটির শুটিং করেন।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি যখন চূড়ান্ত কাজটি দেখলাম, তখন খুব আনন্দ লেগেছে যে আমি গৌরবের সঙ্গে বলতে পারব এই কাজটি আমি বাচ্চা হওয়ার মাত্র চার মাস পর করেছি। আমি নিজেকে এটার জন্য প্রস্তুত করেছিলাম। আমি সত্যিই চেয়েছিলাম কাজটি অনবদ্য হোক।’
প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি পরিচালনা করেছেন করণ জোহর। এর মাধ্যমে ছয় বছর পর নির্মাতা হয়ে আসছেন তিনি। ছবিতে আলিয়া ভাটের বিপরীতে আছেন রণবীর সিং। এছাড়াও অভিনয় করেছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি প্রমুখ। ২৮ জুলাই ছবিটি মুক্তি পাবে।