ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। দর্শকরা বেশ ভালোই গ্রহণ করেছে সিনেমাটি। তবে এর সাফল্য যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না একাংশ। রীতিমতো নাকি টেনশনে পড়ে গেছেন বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা।
রাফি বলেন, তারা যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।
তরুণ প্রজন্মের এই নির্মাতা আরও বলেন, তারা এটাই চায় যে, এই ইন্ডাস্ট্রিতে সিনেমা হিট করে এমন কেউ না দাঁড়াক। আমরা সারাজীবন কি চাই? সিনেমা ইন্ডাস্ট্রির জয়জয়কারের গল্প বলতে চাই।
সেই সঙ্গে আরও প্রশ্ন ছুড়ে রাফি বলেন, আমরা কেন আপনাদের বলব যে ইন্ডাস্ট্রিতে সিনেমা নাই? সিনেমা ইন্ডাস্ট্রি মরে গেছে, আমরা খেতে পারছি না, প্রধানমন্ত্রীর কাছে কেন ভিক্ষা চাইতে হবে?
নাম উল্লেখ না করলেও, শাকিব খানকে ইঙ্গিত করেই রাফি এমন মন্তব্য করেছেন বলে অনেকে ধারণা করছেন। তাদের মতে, নাম না বললেও রাফি বুঝিয়ে দিলেন শাকিব মনে করছেন তার চেয়ার শেষ।
‘সুড়ঙ্গ’ সিনেমার সফলতার কথা বলতে গিয়ে রাফি বলেন, আমাদের দেশে যথেষ্ট মেধাবী নির্মাতা আছেন, অভিনেতা আছে, এমনকি আমাদের ব্যবসা করার জায়গাও আছে। আমাদের অডিয়েন্স সিনেমা দেখে, বৃষ্টির মধ্যে পানি উঠে গেছে হাঁটু, কিন্তু হলে সিট একটাও খালি যায়নি। আপনারা কেউ দেখাতে পারবেন না যে সিট খালি গেছে।
এ ব্যাপারে নির্মাতা বলেন, এর মানে আমাদের অডিয়েন্সের কোনো দোষ নাই। কিন্তু একটা পক্ষ আছে তারা চায় এই জিনিসটা বিরাজমান রাখতে যে আমাদের সিনেমা বাদে যেন অন্য কারও সিনেমা না চলে। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে, এবার তো আমার চেয়ারটা শেষ।
এসব করে তারা নিজেদেরকে ছোট করছেন জানিয়ে রাফি বলেন, এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারও সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা আমাদেরকে ভেঙে দিতে হবে।
এ জন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে সেটা পূরণ করার চেষ্টা করছে। আমি তাদেরকে অনুরোধ করব এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।