দাম্পত্য জীবনের টানাপড়েনের জেরে দিন দিন ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। আর শোবিজে তারকাদের বিচ্ছেদ নতুন কিছু নয়। এবার বিচ্ছেদের পথে হাঁটছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী নীহারিকা কোনিঢেলা। ২০২০ সালে প্রেমিক চৈতন্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই নায়িকা। তবে ভেঙে যাচ্ছে তাদের সেই সংসার।
ইতোমধ্যে বিচ্ছেদের জন্য হায়দরাবাদের কোকাটপালি পারিবারিক আদালতে আবেদন করেছেন নীহারিকা। আবেদনের স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি। যদিও পরে তা মুছে ফেলেন।
সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি পোস্ট করেন এই অভিনেত্রী।
ওই বিবৃতিতে নীহারিকা লেখেন, সমঝোতার মাধ্যমে আমি আর চৈতন্য আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের ধন্যবাদ জানাচ্ছি।
জানা গেছে, নীহারিকা-চৈতন্যর ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করার পরই মূলত তাদের সংসার ভাঙার গুঞ্জনের শুরু হয়। শুধু এখানেই শেষ নয়, চৈতন্য তার অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবিও মুছে ফেলেন। বিষয়টি সামনে আসার পর থেকে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বাতাসে উড়ছে।
নীহারিকার বাবা দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগা বাবু, নীহারিকার কাকা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণ, চাচাতো ভাই অভিনেতা রাম চরণ, ফুফাতো ভাই আল্লু অর্জুন। নীহারিকা-চৈতন্যর বিয়ের সময়েও তারা সবাই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেলিভিশন শো সঞ্চালনার মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন নীহারিকা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ওকা মানাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই নায়িকা। পরের বছরই তামিল সিনেমায় অভিষেক হয় তার। নীহারিকা অভিনীত সর্বশেষ সিনেমা ‘সাইরা নরসিমহা রেড্ডি’। ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় এটি।