• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

শাকিবের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন অপু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৩, ১৪:৪৫
শাকিব খান ও অপু বিশ্বাস
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। এ খবর আগেই এসেছিল। তারপরই ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও। এবার ওই ভিডিও নিয়ে মুখ খুললেন অপু।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।

এদিকে অপু-শাকিবের ওই ভিডিও দেখে অনেকেই ভাবছেন, ফের এক হচ্ছেন তারা। এ প্রসঙ্গে অপু বলেন, দেখুন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়।

শনিবার (১৫ জুলাই) ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে প্রাক্তন স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হয় ভাইরাল। প্রাক্তন স্বামীর সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করেন নেটজেনরা। কেউ শুভকামনা জানান আবার কেউবা মেতে উঠেন সমালোচনায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিজয় দিবস উদযাপন
নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম