ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

দেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহ পেল ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ জুলাই ২০২৩ , ১১:৫৭ এএম


loading/img

গেল ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে সিনেমাটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আগামী ২১ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। তবে দেশের চেয়ে পশ্চিমবঙ্গেই বেশি হল পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

ঈদে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও পরে আর হল সংখ্যা বাড়েনি সিনেমাটির। তবে দেশে বেশি হল না পেলেও, পশ্চিমবঙ্গে ঠিকই অধিক প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে ‘সুড়ঙ্গ’।      

‘সুড়ঙ্গ‘

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে,  তার একটি তালিকা শেয়ার করেছেন নির্মাতা রাফি।    

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্বে রয়েছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। 

পশ্চিমবঙ্গের সিনেমা হলের তালিকা

বিজ্ঞাপন

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রোববার (১৬ জুলাই) ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা মির্জা। ওপার বাংলায় সিনেমাটি মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |