• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

‘চোখ বন্ধ করলেই তোমার স্পর্শ আর ঘ্রাণ মগজে টের পাই’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২৩, ১৩:৫৪
রাজ ও তার ছেলে রাজ্য
রাজ ও তার ছেলে রাজ্য

দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনের টানাপড়েনের কারণে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমণি। তাদের একমাত্র সন্তান রাজ্য মায়ের সঙ্গেই থাকেন। তবে আলাদা থাকলেও ছেলের থেকে মানসিকভাবে নিজেকে পৃথক করতে পারেননি এই অভিনেতা।

এমনটি বোঝা গেল ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের দেওয়া আবেগঘন একটি পোস্টে।

মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন রাজ।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে (বাবা-মা) এক শ কোটি চুমু দিও।’

কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা একাই করছেন চিত্রনায়িকা পরীমণি। অসুস্থ সন্তানের পাশে দেখা যায়নি রাজকে।

এদিকে সন্তানের অসুস্থতায় রাজ পাশে না থাকায় নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। রীতিমতো বাবার যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। তার একদিন পরই মাঝরাতে এই নায়ক জানালেন সন্তানকে ভীষণ মিস করছেন তিনি।

তবে বাবা হিসেবে রাজ নিজের দায়িত্ব এড়িয়ে গেলেও, মা হিসেবে পরীমণি ঠিকই সন্তানের প্রতি সকল দায়িত্ব পালন করছেন। প্রতিটা মুহূর্তেই যেন ছেলেকে আগলে রাখছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
হাসপাতালে ভর্তি নির্মাতা অরুণ রায়
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে আরও ৫৮ প্রাণহানি