• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বীরকে নিয়ে বুবলীর স্ট্যাটাস, এবার মুখ খুললেন অপু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২৩, ১৭:০৭
অপু বিশ্বাস ও শবনম বুবলী

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবলীর দ্বন্দ্ব বেশ পুরোনো। সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চলতি মাসের শুরু থেকেই আলোচনায় জায়গা করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদে মুক্তি পাওয়া নায়কের ‘প্রিয়তমা’ এবং নায়িকার ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরের। এরপর প্রশ্ন উঠে—তাহলে কি এক হতে যাচ্ছেন শাকিব-অপু।

এনিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে যখন চর্চা আর গুঞ্জন, ঠিক তখনই নতুন খবর আসে। ‘প্রিয়তমা’ সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন চিত্রনায়ক শাকিব। অভিনেতার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে একই পথে উড়াল দেন ঢালিউড কুইন অপু।

এরপর সোশ্যালে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব-অপু ও তাদের ছেলেকে। আবার একটি ভিডিওতে নিউইয়র্কের রাস্তায় ঘুরতেও দেখা যায় তাদের। এরপর একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় দুই তারকাকে।

মাতৃভূমিতে না হলেও দূর প্রবাসে এভাবে দুই তারকাকে একসঙ্গে দেখে ফের চর্চা শুরু হয়, তাহলে কি অপুর কাছে ফিরছেন শাকিব। ঘুরে-ফিরে যখন শাকিব-অপুর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েই নানা কথা তখন উঠে আসে বুবলীর প্রসঙ্গ। গুঞ্জন ওঠে, তিনিও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। এ নায়িকা বিদেশ না গিয়ে বরং সিনেমার প্রচারণা করতে থাকেন।

এরই মাঝে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফেসবুক পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

বুবলী যখন ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিলেন, ঠিক এর পরদিনই অর্থাৎ বুধবার (১৯ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটন থেকে ছেলে জয়ের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেন অপু। এ নায়িকা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয়স্থান তোমার আলিঙ্গনে।

অপুর এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। সেখানে সবাই প্রিয় তারকার ছেলেকে নানা রিঅ্যাকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার কেউ কেউ শবনম বুবলীর পক্ষেও কথা বলছেন।

বুবলী ভক্তদের প্রশ্ন, শাকিব-অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলী কোথায়? বুবলীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে শাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয়নি শাকিব খানের?

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
নেতিবাচক চরিত্রে বুবলী