• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সিনেমা থেকে আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ বাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৩, ১৫:৪১
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’

মুক্তির কয়েক দিন আগেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ থেকে বাদ পড়ল আলিয়ার ‘খেলা হবে’ সংলাপটি। ভারতের সেন্সর বোর্ডের নির্দেশেই সংলাপটি বাদ দেওয়া হয়েছে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে কমেডি-রোমান্টিক ঘরানার এই সিনেমাটি।

মূলত ট্রেলার প্রকাশের পর আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ দিয়েই সিনেমাটি প্রথম আলোচনায় আসে। পর্দায় হবু শ্বশুরবাড়ির কাউকে চ্যালেঞ্জ করে ‘খেলা হবে’ সংলাপটি বলছিলেন আলিয়া। এ সময় অভিনেত্রীর পরনে ছিল পুরোপুরি বাঙালি সাজ।

৩ মিনিট ২১ সেকেন্ডের ওই ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। তার মুখে এই বাক্য শুনে চমকে ওঠেন অনেক বাঙালিই।

কিন্তু বেশ কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল সংলাপটি নিয়ে। শুধু এই বাক্যটি নয়, সিনেমায় আলিয়ার বাড়ির দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে তাকে চিনতে না পেরে প্রেমিকার ‘দাদু’ ভেবে রণবীরের নমস্কার করার দৃশ্য নিয়েও ওঠে শোরগোল।

এসব ছাড়া আরও কিছু শব্দ নিয়ে ব্যাপক আপত্তি তুলেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন।

আলিয়ার মুখের ‘খেলা হবে’ সংলাপটি বাদ দেওয়ার পাশাপাশি সিনেমাটির একটি দৃশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার প্রসঙ্গও টানা হয়েছিল, সেটিও সেন্সর বোর্ডের কথায় বাদ দিতে হয়েছে সিনেমার সংশ্লিষ্টদের। সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃশ্যেও।

মূলত এই বাংলা বাক্যের ব্যবহার শুরু হয়েছিল বাংলাদেশে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন। আর সেই ‘খেলা হবে’ সংলাপটি সিনেমায় ঢুকিয়ে দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহর।

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই সাত বছর পর নির্মাণে ফিরেছেন করন জোহর। আর ‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়েই ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনের অভিযোগে বোন গ্রেপ্তার, নীরব নার্গিস ফাখরি
অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার
ছাত্রলীগ-যুবলীগ ও আ.লীগের সঙ্গে খেলা হবে: হাসনাত
তারা কথায় কথায় শরীর দুলিয়ে বলতো খেলা হবে: হাবিব উন নবী