• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির বিষয়ে মুখ খুললেন তমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২৩, ২২:৫০
তমা মির্জা

গেল ঈদুল আজহায় মুক্তি পায় তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। বলা চলে মুক্তির পর থেকেই রাজত্ব করছে সিনেমাটি। শুধু দেশেই নয়, কলকাতা, আমেরিকাতেও বেশ সাড়া ফেলেছে এটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রেক্ষাগৃহে। তবে দর্শকদের এমন উচ্ছ্বাসের মধ্যেই পাইরেসির শিকার হলো সিনেমাটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তমা।

বুধবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটি পাইরেসির শিকার হওয়া নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

পাঠকদের সুবিধার জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য মুভির তো এমন ভয়াবহভাবে পাইরেসি হতে দেখলেন না কেউ! যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। আমেরিকাতে আমাদের সিনেমাটি এত ভালো যাচ্ছে, কই সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না।

কলকাতায় কী হচ্ছে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন, কই যখন রিলিজের প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করল আর তার পরই পাইরেসি হয়ে গেল? তখনও চুপ কেনো আপনারা?

এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। আর তারপর ম্যাসিভ আকারে ভাইরাল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন! নাকি বলা বারণ?

আরে ভাই আপনারাই আপন হলেন না। আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক?

‘সুড়ঙ্গ’ অনেক ভালো যেত, হয়তো আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো পাইরেসি? যাইহোক ভাইরা, এবার একটু থামেন আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ এখন সবচেয়ে জরুরি। কারণ, আমাদের সিনেমা আমাদের সম্পদ, আমাদের গর্ব।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
ব্রিটিশ আমেরিকান সেন্টারে নিয়োগ