• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

জানা গেল ‘সুড়ঙ্গ’ পাইরেসির আসল কারণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৩, ১২:৩০
জানা গেল ‘সুড়ঙ্গ’ পাইরেসির আসল কারণ

গেল ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা ‘সুড়ঙ্গ’। যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গেও দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। দর্শকদের এমন উন্মাদনার মাঝেই সুড়ঙ্গতে হানা দিয়েছে পাইরেসি। এবার জানা গেল ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়ার আসল কারণ।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটি পাইরেসি হওয়ার আসল কারণ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সিনেমাটি পাইরেসি হয়েছে বাংলাদেশ থেকে। এটা জানতে পেরেছি ‘সুড়ঙ্গ’র সঙ্গে জড়িত সুমিত অন্তর রায় নামে একজনের পোস্ট থেকে। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি এখনও সব হলে রিলিজ হয়নি।

বলতে গেলে বেশির ভাগ হলেই এখনও রিলিজ বাকি। যেহেতু পাইরেসি হয়ে গেছে, এখন আর বুকিং থেকে তেমন একটা টাকা আসবে না। এতে সিনেমার প্রযোজক অনেকখানি ক্ষতির সম্মুখীন হবে। আমাদের ধারণা অন্তত ১ কোটি টাকার বেশি ক্ষতি হবে।

সিনেমাটি অল্প কয়টা হলে রিলিজ হয়েছে। অন্যদিকে ‘প্রিয়তমা’ শতাধিক হলে রিলিজ হয়েছে। কিন্তু ‘প্রিয়তমা’ পাইরেসি হয় নাই বা গত পাঁচ বছরে কোনো সিনেমা হল থেকে পাইরেসি হয় নাই। তাহলে ‘সুড়ঙ্গ’ কেন পাইরেসি হলো?

এটি হয়েছে কারণ ‘সুড়ঙ্গ’ জাজের সার্ভারে রিলিজ হয়নি। অন্য নতুন এক কোম্পানির সার্ভারে রিলিজ হয়েছে। জাজের সার্ভার থেকে কেউ কপি করতে পারে না। জাজের সার্ভারে একবার এনক্রিপ্টেড হয়ে গেলে জাজের পক্ষেও কপি করা সম্ভব না।

যদি কেউ কপি করতে পারে, তাহলে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা আমরা আরও সাত বছর আগেই দিয়ে রেখেছি। আর হল থেকে ভিডিও রেকর্ডিং হলে, সেই হলের নাম চলে আসবে। তাই জাজের সার্ভারে চলা কোনো সিনেমা হল কর্তৃপক্ষ পাইরেসি করতে দেবে না।

‘সুড়ঙ্গ’ পাইরেসির পেছনে কোনো হল কর্তৃপক্ষ দায়ী! আর জাজ পাইরেসি ব্লক করেছে, টেকনোলজি দিয়ে। চোরের বা পাইরেসির পিছনে দৌড়ে নয়।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় তার বিপরীতে আছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ অনেকে। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছরই আমি বেশ কিছু সিনেমা নিয়ে আসব: আফরান নিশো
নেশাগ্রস্ত ইমনকে রিহ্যাবে দিলেন সারিকা, অতঃপর...
বুলবুলের গান দিয়েই জাজের মিউজিক যাত্রা
কলকাতায় শাকিবের ‘তুফান’র ভরাডুবি