• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অভিমান ভেঙে ফের একসঙ্গে রাফি-পরীমণি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৩, ১১:৪৫
অভিমান ভেঙে ফের একসঙ্গে রাফি-পরীমণি!

গেল বছরের নভেম্বরে রাফির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় চিত্রনায়িকা পরীমণির। মূলত সেসময় রাজ-মিমের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাফিকে রীতিমতো ‘দালাল’ আখ্যা দিয়েছিলেন পরী। আর এ কারণেই দুজনের সম্পর্কে চিড় ধরে। তবে বর্তমানে সেই বিবেদ ভুলে ফের এক হয়েছেন তারা। বলা চলে, নায়িকা ও নির্মাতার মধ্যকার অভিমান-অভিযোগ ঘুচল!

তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল শনিবার (২৯ জুলাই) সকালে পরীমণির দেওয়া ফেসবুক পোস্টে। ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন এই নায়িকা। আর মা-ছেলের সুন্দর এই মুহূর্তটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন রাফি।

ছবির ক্যাপশনে পরী লেখেন, চাচা বাদ, অনলি মামা ইজ রিয়েল। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজিও। নিচে রায়হান রাফিকে মেনশনও করেন এই নায়িকা।

ওই ছবি থেকে বোঝাই যাচ্ছে, দুই তারকার মধ্যকার অভিমানের বরফ গলছে। তাই রাফিকে রাজের ভাই (রাজ্যর চাচা) থেকে সরাসরি নিজের ভাই (রাজ্যর মামা) বানিয়ে ফেললেন পরীমণি।

জানা গেছে, শুক্রবার (২৮ জুলাই) রাতে তোলা হয়েছে রাজ্য-পরীর ছবিটি। এ দিন রাফির বাসায় ছেলেকে নিয়ে এসেছিলেন এই নায়িকা। এ সময় তার সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ও এক নারী নির্মাতা।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে রাফি বলেন, তমা-পরী পুরোনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ভিড় থাকায় পরে আমার বাসায় এলো সবাই। সবাই মানে পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি। কিছুক্ষণ গল্প-গুজব, হাসাহাসি আর ছবি তোলা হলো। ভালোই কাটল সময়টা।

তবে এই সাক্ষাতে পেশাগত কোনো আলাপ হয়নি জানিয়ে রাফি বলেন, পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনো প্রজেক্টের বিষয়ে গতকাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনো আলাপ হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা
আ.লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব 
সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড়ে অবস্থান