সেদিন ‘সুড়ঙ্গ’ টিমকেও খাইয়েছিলেন ডিবির হারুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে আপ্যায়নের দিন ‘সুড়ঙ্গ’ সিনেমার টিমকেও মধ্যাহ্নভোজ করিয়েছিলেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট করা একটি ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জয় বলেন, শনিবার দুপুরেই ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, প্রযোজক এবং অভিনয়শিল্পী (ঢাকার) ডিবি প্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন। আমি ওই সময়ের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছি।
সেদিন ডিবি প্রধান হারুনের সঙ্গে খাবার খান ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল, নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জা।
ভিডিওতে জয় প্রশ্ন করছেন- সুড়ঙ্গ টিমকে খাওয়াচ্ছেন কেন? উত্তরে হারুন অর রশিদ বলছেন, দেখেন—এটা তো লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে কেউ এলে তাকে অফার করতে হয়। আমিও লাঞ্চ করব এমন একটা সময়ে আসছেন, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি অফারটা করতে পেরেছি, তারা রাজি হয়েছেন এবং একসঙ্গে লাঞ্চ করব।
দুপুরে খাবার সময় কেউ এলে তাকে খাওয়ানো ‘দীর্ঘদিনের অভ্যাস’ জানিয়ে হারুন বলেন, লাঞ্চ টাইমে যদি কেউ আসে আমার অফিসে, এটা আমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তাদের আমি লাঞ্চ অফার করি।
ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ সিনেমা পাইরেসির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন এর নির্মাতা রাফী। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
সেদিন ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে সেখান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। এরপর ডিবি কার্যালয়ে তাকে আপ্যায়নের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন।
এর একদিন পর রোববার ঘটনাটিকে নোংরা নাটক উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, কাউকে খাবার খাইয়ে তা প্রচার করা, এটা হীন মানসিকতার কাজ।
মন্তব্য করুন