জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নানান মুহূর্তের ছবি শেয়ার করেন। এবার পুরনো স্মৃতিচারণ করলেন চঞ্চল।
বুধাবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আগের এবং পরের দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন-
সময় বহমান, একই দিনে, একই দেশে। সাত বছর আগে ও পরে। মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় মঞ্চ নাটকে পারফর্ম করেছেন চঞ্চল। দীর্ঘ সাত বছর সেখানে মঞ্চ মাতালেন এই অভিনেতা। এর আগেও সেখানে গিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মূলত সে সময়ের একটি ছবি এবং সম্প্রতি সময়ের একটি ছবি শেয়ার করে পুরনো স্মৃতি চারণ করলেন চঞ্চল।
পোস্টটি করার পর ছয় হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টবক্সে। অনেকেই ছবি দুটির প্রশংসার পাশাপাশি শুভকামনাও জানান এই অভিনেতাকে।